শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পিলখানা হত্যা মামলার রায় বুধবার হচ্ছে না

pilkhanatrajedy

নিজস্ব প্রতিনিধি

বহুল প্রত্যাশিত বিডিয়ার বিদ্রোহের হত্যাকান্ডের রায় আগামীকাল বুধবার  মামলার রায় হওয়ার কথা ছিল। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের সূত্রে থেকে জানা গেছে, কাল বহুল আলোচিত ঐ মামলার রায় হচ্ছে না।বিডিআর বিদ্রোহের ঘটনাটি শরু হয়েছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের  দরবার হল থেকে। সকাল আটটায় দরবার শুরু হওয়ার কথা থাকলেও, সেদিন দরবার বসেছিল সকাল নয়টা দুই মিনিটে।দরবার হলে উপস্থিত ছিলেন আড়াই হাজারেরও বেশি বিডিআর সদস্য। তত্কালীন বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদের বক্তব্যের সময় দুজন বিদ্রোহী অতর্কিতে মঞ্চে প্রবেশ করে। বিদ্রোহের শুরু। সকাল সাড়ে ১০টায় বিদ্রোহীরা গুলি ছুড়তে ছুড়তে দরবার হলে ঢোকে। মিনিট পাঁচেকের মধ্যে কর্মকর্তারা এক সারিতে দরবার হল থেকে বের হন। সিঁড়িতে পা দিতেই ব্রাশফায়ার। মুহূর্তে ঢলে পড়েন ডিজিসহ আরও কয়েকজন কর্মকর্তা।২৫ ফেব্রুয়ারি সকালেই মহাপরিচালক খুন হয়েছিলেন।বিডিআরে যে হত্যা ও ধ্বংসযজ্ঞ হতে যাচ্ছে তার একটা আভাস ছিল। বিডিআর জওয়ানেরা তাঁদের দাবিদাওয়া নিয়ে বেশ কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে সাক্ষাত্ করেছিলেন। তাঁরা সদর দপ্তরের ভেতরেও প্রচারপত্র বিলি করেছিলেন। কিন্তু গোয়েন্দারা যথাসময়ে যথাযথভাবে কাজ করেননি বলে অভিযোগ আছে।বিদ্রোহের সেই ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান হয় বিডিআর জওয়ানদের আত্মসমর্পণের মধ্য দিয়ে।

Leave a Reply