সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কর্মসূচি ডেকেও মাঠে নেই বিএনপি, রাজপথে শোডাউন আ.লীগ-যুবলীগের

 :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ (শনিবার) সারা দেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা থাকলেও মীরসরাই জুড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শোডাউন ছিল আওয়ামী লীগের।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সর্তক অবস্থান নেন।
এসময় ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ১১নং মঘাদিয়া ইউনিয়নে অবস্থান নেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার। ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অথিতি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। অপরদিকে ভোর ৬টা থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটর সাইকেল শোডাউন করে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু। শোডাউনটি ওয়াহেদপুর ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

জানতে চাইলে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মিরসরাইয়ের মাটি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঘাঁটি। এই উপজেলায় জামায়াত- বিএনপির আন্দোলনের নামে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। তাই উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সর্তক অবস্থান নিয়েছে। ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু জানান, আন্দোলনের নামে জামায়াত-বিএনপির নাশকতা প্রতিহত করতে আমরা রাজপথে রয়েছি। ভবিষ্যতেও থাকবো। জানতে চাইলে মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু বলেন, আমার অভিবাবক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নিদের্শে আমরা যুবলীগ অতীতের ন্যায় বর্তমানে রাজপথে রয়েছি। ভবিষ্যতেও রাজপথে থেকে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করব।