বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

করোনাতঙ্ক : শামীম খান যুবরাজ

করোনাতঙ্কে থেমে গেছে সংঘাত
সৈকতে সাঁতার কাটছে ডলফিন
শত্রু শিবিরে চলছে না প্রতিঘাত
দুখীর গতরে ফুটছে না আলপিন।

করোনাতঙ্কে চাপাজীবীরাও চুপ
সুপারপাওয়ার গর্ত খুঁজছে ধীরে
বাতাসে পানিতে দূষণ থেমেছে খুব
ঘরের ছেলে ঘরেই এসেছে ফিরে।

করোনাতঙ্কে থেমেছে যুদ্ধ হানা
থেমেছে শিশুর কান্না ফিলিস্তিনে
আকাশে বিমান মেলছে না আর ডানা
অপচয় খাবার যাচ্ছে না ডাস্টবিনে।

করোনাতঙ্ক থামবে যেদিন জানি
আবার শুনব স্বৈরাচারের গর্জন
পৃথিবী হারাল কত মানুষ আর প্রাণী
করবে না তবু কু-স্বভাবটুকু বর্জন।

করোনা তবু শিক্ষা দিয়েছে শিক্ষা
অহংবোধের ভেঙেছে দেয়াল সব যে
যদি নিতে পারি এর থেকে কিছু দীক্ষা
তবেই আমাদের বাঁচাবেন মহা রব যে।