রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

কোন এক বৈশাখ : সৈয়দা মেহেরীন নকীব

কোন এক বৈশাখে
তুমি আসবে বলেছিলে
আমার জীবনে
বৈশাখী ঝড় হয়ে,
দেখা হবে দুজনার
রাপ্তি নদীর তীরে।
কাছে আসা হবে,
ভালবাসাবাসি হবে
মনে পড়ে কি?
কই আর এলে নাতো!

আমিতো প্রতিবছরই
বৈশাখের প্রথম দিনে
পথ চেয়ে বসে থাকি
তোমারই জন্যে।
তুমি বলেছিলে আসবে
আর আমায় ভালবাসবে।

বলেছিলে একজোড়া
লাল-নীল রেশমী চুড়ি
আনবে আমার জন্য,
পরিয়ে দেবে আমার দুহাতে
খুব যতœ করে।
আর আমি দেব নিজ হাতে
সেলাই করা লাল টুকটুকে পান্জাবি
কই আর এলে নাতো!

আমিতো আজও দু হাতে
কোন চুড়ি চড়াইনি গো
হাত দুখানি খালিই পরে রয়েছে
তোমার স্পর্শের প্রতীক্ষায়।

কত মানুষ নতুন বছরে
নতুন জামা গায়ে দেয়।
তুমি আসোনি বলে
আমি আজও বৈশাখী শাড়ি
দেইনি গায়ে।

তবে কি আমার আর
কখনই চড়ানো হবে না
বৈশাখী শাড়ি-চুড়ি ?
তোমায়ও তো আর দেয়া হলোনা
সেই লাল পান্জাবিখানা।

তুমি হারিয়ে গেলে নাতো
বিদেশী প্রসাধনী আর চাকচিক্যের মাঝে?
আমিতো কবে থেকে তোমার
পথ চেয়ে বসে আছি।
তুমিতো বলেছিলে তুমি আসবে
কই আর এলে নাতো।