শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উর্দ্ধপানে :: মা হ বু ব প লা শ

অশ্বখুরের বাজনা বাজছিল মস্তিস্কে
ঘোড়ার লাগাম কখনো
রাখাল বালকের হাতে বাঞ্চনীয় নয় !
এটুকুন বোঝার আগেই
রক্তিম নীলিমায় অস্তমিত সূর্যের সাথে সাথে
আমার সমস্ত সাম্রাজ্য আজ ঘোর অমানিশায়।
তন্দ্রা থেকে জেগে উঠে দেখি-
আমি আদি, আমি অন্ত।

চোখ মেলে রোদের ঝলকানিতে দেখি
জ্বলজ্বল করা শিলা রাশির উপর
নোনাজলের ছলাৎ ছলাতে খেলছে অষ্টাদশি।
ঢেউয়ের পর ঢেউ আচড়ে পড়ছে যুগল দেহে
যেন পরিশোধিত হচ্ছে ওদের অতিত আর আগামী।
অদূরে ঝাউতলে উর্দ্ধপানে বসে আমি
কতোজনের আগমনী আর বিদায় দেখি।
স্বপ্নবাজ আমি, বাস্তবে শূণ্য রাশি রাশি।