রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৮০০ স্যালাইন প্রদান করলো মীরসরাই উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি ::  ডেঙ্গু, কলেরা সহ নানা রোগের প্রাদুর্ভাবে বাজারে স্যালাইন সংকটের দরুন দুঃস্থ অসহায় মানুষের পাশে দাড়ালো মীরসরাইয়ে উপজেলা প্রশাসন । মীরসরাই উপজেলা পরিষদের অর্থায়নে বেক্সিমকো থেকে বিশেষ ব্যবস্থায় ক্রয় করে ২৮০০ স্যালাইন প্রদান করলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এই স্যালাইন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়ে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন। এসময় তিনি হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন রোগীদের খোঁজ খবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট থাকায় কলেরা ও ডেঙ্গু রোগীদের জন্য এইসব স্যালাইন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা প্রকৌশলী রনী সাহা, ডা. মোহাম্মদ মঈনুল হাসান, সুমন ঘোষ, নাছির উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্স এর ভ্যাকসিন ইনচার্জ কবির হোসেন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, উপজেলা পরিষদ থেকে অসহায় ও বিভিন্ন রোগীদের জন্য এইসব স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়ে দিয়েছি। ভবিষ্যৎ আরো স্যালাইন দেওয়া হবে বলে তিনি জানান।