Saturday, February 8Welcome khabarica24 Online

২০২০’র মধ্যেই ইউনিভার্সাল ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে: জুকারবার্গ

অপেক্ষা আর মাত্র চার বছর। ২০২০’র মধ্যেই গোটা বিশ্বই পাবে সুলভে ইন্টারনেট পরিষেবা। বিশ্বের কেউ নেট দুনিয়া থেকে বঞ্চিত হবেন না। এ ঘোষণা দিলেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে জুকারবার্গ বলেন, ২০২০’র মধ্যেই ইউনিভার্সাল ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে। উপকৃত হবে বিশ্বের বহু পিছিয়ে পড়া মানুষ।
জুকারবার্গের মতে, মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দারিদ্রও দূর করা সম্ভব হবে।
তাঁর কথায়, বিশ্বের প্রতিটি কোণাকে একসূত্রে বাঁধা আমাদের সংগঠনের প্রাথমিক চ্যালেঞ্জ। কারণ সমীক্ষা বলছে, প্রতি ১০ জন মানুষ ইন্টারনেট পরিষেবা পেলে, একজনের দারিদ্র ঘুঁচে যায়। তাই উন্নয়নশীল দেশগুলির প্রত্যেকটি মানুষ ইন্টারনেট পরিষেবা পেলে অন্তত ১৪ কোটি নতুন কর্ম সংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে ১৬ কোটি মানুষের দারিদ্র ঘুঁচে যাবে বলেও দাবি জুকারবার্গের।
ফেসবুক কর্তার কথায়, অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম হাতিয়ার ইন্টারনেট। কিন্তু দেখা যাচ্ছে, এই গ্রহের অর্ধেক মানুষই এখনও ইন্টারনেট পরিষেবার বাইরে। বিশেষ করে মহিলারা। ইন্টারনেটের আওতায় সবাইকে আনতেই হবে ।