Saturday, February 8Welcome khabarica24 Online

সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : 

DSCF5132

ফেনীর সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর পাঁচ পীরের মাজার হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসা এবং স্থানীয় তাকিয়া জামে মসজিদে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ সোমবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিখি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক ছাত্রনেতা আবুল বাশার ভিপি সবুজ, স্থানীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবু আহম্মদ, মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম, ফাউন্ডেশনের সদস্য কাজী ইফতেখার, মোঃ ইমন প্রমুখ। দোয়া ও মোনাজাত শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেন।