Monday, February 10Welcome khabarica24 Online

সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

asaduzzaman-khan-kamal_93943

 

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করেছি, মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও আগের মতোই কাজ করে যাবো। শিশু রাজন হত্যা সম্পর্কে তিনি বলেন, মর্মান্তিক ও হৃদয়বিদারক এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।এ সময় প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত স্থপতি ইয়াফেস ওসমান, নতুন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রতিমন্ত্রী তারানা হালিম ও নুরুজ্জামানও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।