নিজস্ব প্রতিবেদক : আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। শুক্রবার রাত ১২ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, মোটর সাইকেলে করে সুফিয়া রোড এলাকায় ঘুরাঘুরির সময় পুলিশের সন্দেহ হয়। এসময় তাঁদের তল্লাশি করতে গেলে তারা পালিয়ে যেতে চায়। পরে তাদের তল্লাশি করে দুইটি ধারালো ছুরি পান মীরসরাই থানার এসআই আলীউল ইসলাম। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন স্থানে ডাকাতি ও ভাড়ায় অপকর্মের কথা স্বীকার করে। ডাকাতদের ব্যবহৃত মোটর সাইকেল (ঢাকা মেট্রো ২১-৪৩৪২) আটক করে থানায় নিয়ে আসা হয়।
মীরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভুঁইয়া জানান, ডাকাতদের আচরণ সন্দেহ হলে তাঁদের তল্লাশিকালে দুটি ধারালো ছুরি পাওয়া যায়। তারা বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সাথে জড়িত। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।