Saturday, February 8Welcome khabarica24 Online

বারইয়ারহাট পৌরসভায় বিজিএফ কার্ডের চাল বিতরণ

মীরসরাই প্রতিনিধি :

mirsarai pic, 24.09

সম্প্রতি দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারের ঘোষিত বিজিএফ কার্ডের চাল বিতরণ করেছে বারইয়ারহাট পৌরসভা।

বারইয়ারহাট পৌর মেয়র এস এম তাহের ভূইঁয়া জানান, এবারের ঈদে পৌর এলাকার দূস্থ বাসিন্দাদের মাঝে বিতরণের জন্য সরকার থেকে বারইয়ারহাট পৌরসভার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৮টন চাল।

গত কয়েকদিন যাবৎ পৌরসভার ভিবিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে জন প্রতি ১০কেজি করে প্রায় ৫ হাজার দূস্থ লোকের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।