Saturday, February 8Welcome khabarica24 Online

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে সোনার বাংলা উপহার দেয়ার শপথ নিন

বিশেষ প্রতিনিধি, ইউএই :

news- abu

 

‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মদিনে তাঁর দেখা সেই স্বপ্নের সোনার বাংলা উপহার দেয়ার জন্য প্রস্তুত হোন। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সেই শপথ নিন।’ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের আ্ন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে. কর্ণেল ( অবঃ) ফারুক খান এমপি।

 

আবুধাবীর ফুড ল্যান্ড হোটেলের বলরুমে রবিবার রাতে আবুধাবী আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় আবুধাবী আওয়ামীলীগের সভাপতি শহিদ উল্লাহ শহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবুধাবী দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, দূতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিন, ইউএই আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার, ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ক্যাপ্টেন সৈয়দ আবু আাহদ, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আবুধাবী চট্টগ্রাম সমিতির সভাপতি ড. জমির চৌধুরী।

 

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পরিচালনায় এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আশীষ বড়ুয়া, এস এম নিজাম, দেলোয়ার হোসেন, আবুধাবী জনতা ব্যাংকের ব্যাবস্থাপক মোল্লা আবদুর রাজ্জাক, ইউনুছ চৌধুরী, বশির ভূঁইয়া, মীর খালেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ রাশেদ সহ আওয়ামী লীগ ,যুবলীগ ,সেচ্চাসেবক লীগ ,পেশাজীবি লীগের নেত্রীবৃন্দ।