ফেইসবুকে একটি ফ্যাক আইডিতে খবরিকা সম্পাদক- মাহবুবুর রহমান পলাশ এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যে প্রকাশ ও কুৎসা রটনা করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত ২১ জুন শনিবার রাত ৮টা ১৪ Mirsarai Shocheton Porishad নামক পেইজ থেকে খবরিকা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কুৎসা রটনা করা হয়। যা এটি শুধুমাত্র সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা মাত্র। এই পেইজ থেকে খবরিকা সম্পাদক সম্পর্কে ‘অসত্য’, ‘বিভ্রান্তিমূলক’ ও ‘মানহানিকর’ তথ্য প্রকাশ করা হচ্ছে,তাই মীরসরাই ফেইসবুক ব্যবহারকারি সকল ব্যক্তিগন কে
বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষে ভাবে অনুরোধ করা যাচ্ছে। উক্ত পেইজ এর এডমিন আইডি কে সনাক্ত করে পূর্ণাঙ্গ পরিচয় প্রদান করতে পারলে
২০,০০০/- (বিশ হাজার টাকা) নগদ পুরস্কার ঘোষনা করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি আইনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।