Thursday, January 23Welcome khabarica24 Online

প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ

 

একটি অনলাইনে আমার বিরুদ্ধে এই মর্মে মিথ্যা বানোয়াট সংবাদ ছাপানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, গত ১৪জুন মিরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় চট্টগ্রাম থেকে আমার নিকটাত্মীয় আলেয়া বেগম এবং জামাতা রহমান মহাসড়কের এসে নামলে স্থানীয় দৃস্কৃতিকারী শহীদ, মনজু ও মাসুদ তাদের উপর হামলা করে আহত করে। উল্টো এলাকার স্বনাম ধন্য আমরা দুই ভাই দোস্ত মোহাম্মদ ও শেখ মোহাম্মদ এর নামে মিথ্যা অপপ্রচার করে। যা শুধুমাত্র সামাজিক মর্যাদা ুন্ন করার চেষ্টা মাত্র।
আমরা এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
-দোস্ত মোহাম্মদ ও শেখ মোহাম্মদ।