নিজস্ব প্রতিনিধি ॥ সমাজ থেকে মাদকের মূল উৎপাটনের লক্ষে মীরসরাই উপজেলার মুক্তি ফাউন্ডেশান উপজেলা ব্যাপী শুরু করেছে মাদক বিরোধী কর্মসূচী। এরই ধারাবাহিকতা হিসেবে গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলার নিজামপুর সরকারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক মাদক বিরোধী সমাবেশ গিয়াস উদ্দিন সেলিম এর সভাপতিত্বে এবং প্রফেসর বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সরকার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ফরিদুল হাসান টিপু, ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা, ফরিদুল হাসান নয়ন, মেহেদী হাসান প্রমুখ। বক্তাগন মীরসরাই উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়া থেকে মাদক নির্মূলে সক্রিয় ভ’মিকার প্রত্যয় ব্যক্ত করেন।