টি২০ ক্রিকেটে ২০০৬ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের।
দলের টি২০ অভিষেকের সেই ভেন্যুতে আরেকটি রেকর্ডে পা রাখলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।
রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ২৭ রান করে ভারতের মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে পেছেনে ফেলেছেন সাকিব। ভারতীয় এই দুই ক্রিকেটার থেকে কম সংখ্যক টি২০ ম্যাচ খেলে বেশী রানের রেকর্ড গড়েছেন বাঁহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার।
২০০৬ সাল থেকে এ পর্যন্ত ৪০টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৯০ রান। অপরদিকে ৫২টি ম্যাচ খেলে ধোনির রান ৮৭৪ এবং ৪৪টি ম্যাচ খেলে রোহিতের রান ৮৬৩। আর ১১০ রান করতে পারলে পাকিস্তানের শহিদ আফ্রিদিকেও ছাড়িয়ে যাবেন সাকিব।
সবচেয়ে কম ম্যাচ খেলে দ্রুততম এক হাজার রান সংগ্রহের রেকর্ড হাতছানি দিচ্ছে এই বিশ্বসেরা বাহাতি অলরাউন্ডারকে। চার ম্যাচ টি২০ সিরিজের এখনো দুটি ম্যাচ বাকী আছে, হয়তো এই জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচে এই রেকর্ড গড়তে পারেন সাকিব।
এস এম