বেশ ভালো রকম আত্মপ্রত্যয় নিয়ে হিন্দুদের পবিত্রভূমি বারাণসীতে নির্বাচনী প্রচার চালাতে গিয়েছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার উদ্দেশ্য মোদির বিপক্ষে এই আসনে ভোটে দাঁড়ানো। কপালে চন্দনের ফোঁটা আর মুখে মোলায়েম হাসি নিয়ে বেনারস পৌঁছানো মাত্রই মোদির সমর্থকদের পচা ডিমের তোপ এসে লাগল তার ওপর। আচমকা আক্রমণে হতবাক হয়ে গেলেন এএপি প্রধান। তারপর কাশীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির থেকে পূজা অর্চনা শেষে ফেরার পথে উপরি হিসেবে আবার তার ওপর হামলা হল। এবার ডিম নয় কালিতে লেপটে গেল এএপি প্রধানের সহাস্য মুখ।
দুই দলেরই পতন চান কেজরিওয়াল : মঙ্গলবার বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে এএপি প্রধান বলেন, বারাণসীর মানুষ চাইলে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এখানে কেজরিওয়াল বলেন, দেশে দুটি প্রধান রাজনৈতিক দল আছে যারা এনডিএ জোট ও ইউপিএ জোটের নেতৃত্ব দেয়।‘দেশের মানুষ ব্যক্তির জন্য ভোট দেয়া না, তারা ক্রমাগত ক্ষিপ্ত হয়ে ব্যক্তির বিরুদ্ধে ভোট দিচ্ছে। তারা কখনও এনডিএ’র পতন ঘটায়, কখনও ইউপিএ’র। আমি বলতে চাই, আসুন এ নির্বাচনে আমরা উভয় দলেরই পতন ঘটাই।’ আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসী আসনে মোদিকে দাঁড় করিয়ে ভারতের সর্ববৃহৎ রাজ্যের ভোটারদের সমর্থন টানতে চায় বিজেপি।
দুই দলেরই পতন চান কেজরিওয়াল : মঙ্গলবার বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে এএপি প্রধান বলেন, বারাণসীর মানুষ চাইলে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এখানে কেজরিওয়াল বলেন, দেশে দুটি প্রধান রাজনৈতিক দল আছে যারা এনডিএ জোট ও ইউপিএ জোটের নেতৃত্ব দেয়।‘দেশের মানুষ ব্যক্তির জন্য ভোট দেয়া না, তারা ক্রমাগত ক্ষিপ্ত হয়ে ব্যক্তির বিরুদ্ধে ভোট দিচ্ছে। তারা কখনও এনডিএ’র পতন ঘটায়, কখনও ইউপিএ’র। আমি বলতে চাই, আসুন এ নির্বাচনে আমরা উভয় দলেরই পতন ঘটাই।’ আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসী আসনে মোদিকে দাঁড় করিয়ে ভারতের সর্ববৃহৎ রাজ্যের ভোটারদের সমর্থন টানতে চায় বিজেপি।
বেশ ভালো রকম আত্মপ্রত্যয় নিয়ে হিন্দুদের পবিত্রভূমি বারাণসীতে নির্বাচনী প্রচার চালাতে গিয়েছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তার উদ্দেশ্য মোদির বিপক্ষে এই আসনে ভোটে দাঁড়ানো। কপালে চন্দনের ফোঁটা আর মুখে মোলায়েম হাসি নিয়ে বেনারস পৌঁছানো মাত্রই মোদির সমর্থকদের পচা ডিমের তোপ এসে লাগল তার ওপর। আচমকা আক্রমণে হতবাক হয়ে গেলেন এএপি প্রধান। তারপর কাশীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির থেকে পূজা অর্চনা শেষে ফেরার পথে উপরি হিসেবে আবার তার ওপর হামলা হল। এবার ডিম নয় কালিতে লেপটে গেল এএপি প্রধানের সহাস্য মুখ।
দুই দলেরই পতন চান কেজরিওয়াল : মঙ্গলবার বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে এএপি প্রধান বলেন, বারাণসীর মানুষ চাইলে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এখানে কেজরিওয়াল বলেন, দেশে দুটি প্রধান রাজনৈতিক দল আছে যারা এনডিএ জোট ও ইউপিএ জোটের নেতৃত্ব দেয়।
‘দেশের মানুষ ব্যক্তির জন্য ভোট দেয়া না, তারা ক্রমাগত ক্ষিপ্ত হয়ে ব্যক্তির বিরুদ্ধে ভোট দিচ্ছে। তারা কখনও এনডিএ’র পতন ঘটায়, কখনও ইউপিএ’র। আমি বলতে চাই, আসুন এ নির্বাচনে আমরা উভয় দলেরই পতন ঘটাই।’ আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসী আসনে মোদিকে দাঁড় করিয়ে ভারতের সর্ববৃহৎ রাজ্যের ভোটারদের সমর্থন টানতে চায় বিজেপি। – See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/03/26/81108#sthash.ejrMvoda.dpuf
দুই দলেরই পতন চান কেজরিওয়াল : মঙ্গলবার বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে এএপি প্রধান বলেন, বারাণসীর মানুষ চাইলে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এখানে কেজরিওয়াল বলেন, দেশে দুটি প্রধান রাজনৈতিক দল আছে যারা এনডিএ জোট ও ইউপিএ জোটের নেতৃত্ব দেয়।
‘দেশের মানুষ ব্যক্তির জন্য ভোট দেয়া না, তারা ক্রমাগত ক্ষিপ্ত হয়ে ব্যক্তির বিরুদ্ধে ভোট দিচ্ছে। তারা কখনও এনডিএ’র পতন ঘটায়, কখনও ইউপিএ’র। আমি বলতে চাই, আসুন এ নির্বাচনে আমরা উভয় দলেরই পতন ঘটাই।’ আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসী আসনে মোদিকে দাঁড় করিয়ে ভারতের সর্ববৃহৎ রাজ্যের ভোটারদের সমর্থন টানতে চায় বিজেপি। – See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/03/26/81108#sthash.ejrMvoda.dpuf