ভারতের কাশ্মীরের সোপিয়ান জেলায় বৃহস্পতিবার ভোরে একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জামিয়া ট্রেনজ মসজিদে ফজরের নামাজ শেষ হওয়ার পর পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘নামাজিরা নামাজ শেষে মসজিদের মেঝেতে একটি ধাতব পাত্র পড়ে থাকতে দেখেন। এ সময় একজন তা ওঠানোর চেষ্টা করলে এর নিচে লুকানো গ্রেনেডটি বিস্ফোরিত হয়।’ জম্মু ও কাশ্মীরের খানিয়ার এলাকায় গত বুধবার বিদ্রোহীদের হামলায় চারজন আহত হন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।