খবরিকা ডেস্ক: গত দুই বছর আগে সরকারি বাজেটের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই মীরসরাই উপজেলার মিঠানালা চেয়ারম্যান সড়কটি সংস্কার করে। কিন্তু কার্পেটিংয়ের এক বছর হওয়ার আগেই কার্পেটিং উঠে যেতে শুরু করে। এদিকে ওই সড়কে তেমন কোন বড় যানবাহন চলাচল করে না। সামান্য সিএনজি ও অটোরিক্সা চলাচল করে। তারপরও কার্পেটিং উঠে গিয়ে মাটি দেখা যাচ্ছে। এখন যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হয়। সিএনজি চালক নবী বলেন, গত দুই বছর আগে এইটি সংস্কার করা হয়েছে মাত্র। কিন্তু এক বছর হওয়ার আগে থেকে সড়কের কার্পেটিং উঠে যেতে দেখা দিয়েছে।