রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

একাদশ শ্রেণিতে ভর্তি : অনলাইনে তৃতীয় দফা ফল প্রকাশ

image_244012.result_289869

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তৃতীয় দফায় ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এতে ১ লাখ ৮ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় দফায় উন্নীতরা আগামী ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ভর্তির সুযোগ পাবেন।২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য ২৮ জুন মধ্য রাতে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী।এরপর দ্বিতীয় দফায় ৬ জুলাই ফল প্রকাশ করা হয়। এতে প্রথম দফায় বাদ পড়া ১০ হাজার ৭২৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।প্রথম মেধাতালিকা প্রকাশের পর নানারকম অসঙ্গতি দেখা যাওয়ায় বিলম্ব ফি ছাড়া আগামী ২৬ জুলাই পর্যন্ত ৪ দফায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।