ইংরেজী বছরের সূচনা ইতিহাস ও নতুন বছরের প্রত্যাশা
মোহাম্মদ শাহাদাত হোসেন ঃ-আমরা বাংলাদেশীরা বাংলা নববর্ষকে স্বাগত জানানোর পাশাপাশি ইংরেজী নতুন বছরকেও বেশ ধূমধাম করে আনন্দের মাঝেই প্রতি বছর উদযাপন করে থাকি। আর একটু পরেই ২০১৩ সাল আমাদের জীবন থেকে চলে যাবে,চলে যাবে আরো একটি পুরানো বছর। দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রনা সবকিছুকে পিছনে ফেলে আবারো নতুন করে স্বাগত জানাবো আরো একটি নতুন বছর ২০১৪ সালকে। এই নতুন বছরে সবার চাওয়া থাকবে বিগত বছরের ভুলগুলো সব শুধরে নিয়ে এই বছরটিকে যেন আরো সুন্দর ও সাফল্যময় করে তুলতে পারি। এই বছরটি যেন জীবনের সবচেয়ে সুন্দর বছরটি হয়। কিন্তু আনন্দ আর উল্লাসের মাঝে প্রিয়জনদেরকে নিয়ে শুরু হওয়া এই ইংরেজী বছরের সূচনা কেমন করে হয়েছিল তা আমরা অনেকেই জানিনা। জানিনা কিভাবে হয়েছিল এই আনন্দঘন মুহূর্তের জন্ম!পৃথিবীব্যাপী যতগুলো উৎসব পালন করা হয়, তার মধ্যে সবচেয়ে পুরোনো উৎসব হলো এই ইংরেজী বর্ষবরণ উৎসব। এই উৎসবের সূচনা হয় আজ থেকে ...