বিশ্বের প্রথম 8 TB হার্ডডিস্ক
বিশ্বের বাজারে প্রথমবার আসতে চলেছে আট টিবি-র হার্ডডিস্ক। সিগেট সংস্থা এই নতুন হার্ড ডিস্কটি বাজারে আনছে।
সময়ের সঙ্গে ডেটা জমিয়ে রাখার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। আর সেই কথা মাথায় রেখেই সিগেটের এই পদক্ষেপ বলে জানান হয়েছে সংস্থার পক্ষ থেকে।
সংস্থার তরফে এক সাংবাদিক বৈঠক করে এই আট টিবির হার্ডডিস্ক বাজারে আনার কথা জানান হয়েছে। এর ফলে নিজেদের ব্যক্তিগত ও যে কোন সংস্থার বিপুল তথ্য জমিয়ে রাখার সুবিধা মিলবে বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
তবে ক্লাউড স্টোরেজ সংরক্ষনের কিছু অসুবিধা থাকায় এই হার্ডডিস্ক ঠিক কবে বাজারে আসবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। তবে এই নতুন হার্ড ডিস্ক ডেটা স্টোরেজের ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা ঘটে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।...