রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফেসবুকে ভিডিও মেসেজ!

1_112115

ফেসবুকের মেসেঞ্জার অ্যাপের ব্যবহারকারীরা এখন ১৫ সেকেন্ডের ভিডিও রেকর্ড করে তা মেসেজ হিসেবে পাঠাতে পারবেন। আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি মেসেঞ্জারেরই আপডেটেড সংস্করণে নতুন এ সেবাটি যোগ করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাসএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিও মেসেজের পাশাপাশি মেসেঞ্জার ৬ দশমিক ০ অ্যাপে ‘বিগ লাইকস’ নামের নতুন একটি ফিচারও যুক্ত করেছে ফেসবুক। এ ফিচারটির ফলে ব্যবহারকারীরা কোনো কিছু পছন্দ হলে সেটিতে প্রেস করে আরও বড় আকারের ‘থাম্বস আপ’ চিহ্ন পাঠাতে পারবেন। অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ফেসবুক মেসেঞ্জারের নতুন এ সংস্করণটি।