সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অনলাইনে ঈদের কেনাকাটা

1_19710

বর্তমানে অনলাইন দুনিয়াতেও লেগেছে ঈদের ছোঁয়া। মাউসের ক্লিকেই কেনাকাটা করা যাচ্ছে ঘড়ে বসে। এসবই হচ্ছে প্রযুক্তির আশীর্বাদে। ক্রেতাদের আগ্রহকে মাথায় রেখে বাংলাদেশের ই-কমার্সে ওয়েবসাইটগুলোতেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। চলছে ঈদ নিয়ে আলাদা আয়োজন। সম্প্রতি এক জরিপে দেখা গেছে বেশ কয়েকটি ই-কমার্স ওয়েবসাইটে সাড়ম্বরে ঈদের পণ্য বিকিকিনির ধুম চলছে। কয়েকটি ওয়েবসাইটের ঈদ আয়োজন তুলে ধরা হলো।

আজকেরডিল ডটকম : এক কথায় বলতে গেলে যেসব পণ্যে মূল্যছাড় আছে, সেসব পণ্যই আজকেরডিল ডটকমে প্রদর্শিত হয়। এটিই এই সাইটের ভিন্নতা। কুপন কেনার ক্ষেত্রে আপনি পূর্ণ বা আংশিক মূল্য পরিশোধ করে কুপন হাতে পেলে তা নিয়ে নির্ধারিত দোকানগুলোতে গিয়ে বাকি অর্থ পরিশোধ করে পণ্য বুঝে নিতে পারবেন। ঈদ উপলক্ষে তারা পুরুষ-মহিলার পাশাপাশি ছোট বাচ্চাদের পোশাক প্রদর্শন করছে। এ ছাড়া খাবার এবং উপহারসামগ্রীও পাবেন এই (www.ajkerdeal.com)-সাইটে।

এখনই ডটকম : এখানে ক্রেতারা এক জায়গায় তাদের প্রয়োজনীয় সব ধরনের পণ্য বিভিন্ন বিক্রেতার কাছ থেকে একই ওয়েবসাইটে ঘরে বসে কিনতে পারেন। এখানে মূলত ছাড়ে পণ্য কেনা যায়, যাকে ‘ডিল সাইট’ বলা হয়। এখনই ডটকমের মূল পাতায় ঈদ আয়োজন নিয়ে আলাদা অংশ দেখা গেছে, যেখানে পোশাকের প্রাধান্য বেশি হলেও ঘড়ি, সুগন্ধি, অলঙ্কার ও চামড়ার পণ্য রয়েছে। এখনই ডটকম বিভিন্ন পরিমাণ টাকার গিফট কার্ডের ব্যবস্থা করেছে যা দিয়ে নিজেও পণ্য কেনা যাবে, আবার প্রিয়জনকে উপহারও দেওয়া যাবে। এই গিফট কার্ডগুলো দিয়ে ওয়েবসাইটটির যেকোনো বিক্রেতার পণ্য নির্দিষ্ট ছাড়ে কেনা যাবে। কেনার পর অতিরিক্ত খরচ ছাড়াই পণ্য পৌঁছে যাবে দোরগোড়ায়।www. akhoni.com অন্যদিকে রকমারি ডটকমে (www. rokomari.com) এখন চলছে ইসলামী বইয়ের মেলা। বিশেষ ছাড়ে বই কেনা যাচ্ছে এখানে। এ ছাড়া সিডি ডিভিডি কেনা যাবে রকমারি থেকে। দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের পণ্য দিয়ে ওয়েবসাইট সাজিয়েছে বাংলাদেশ ব্র্যান্ডস ডটকম (www.bangladesh brands.com)। অনলাইনে চাহিদা জানালে থাকছে মূল্য ছাড়। কাছে কিংবা দূরে, যেখানেই থাকুন, এই ঈদে প্রিয়জনকে উপহার পাঠাতে পারবেন উপহার বিডি ডটকমের (www.upoharbd.com) মাধ্যমে। ঈদ উপলক্ষে গিফট প্যাকেজও পাওয়া যাচ্ছে এখানে। ছেলেদের পাঞ্জাবি ও শার্ট এবং মেয়েদের সালোয়ার-কামিজের সম্ভার দিয়ে ঈদ উৎসব পালন করছে ইউশপ ডটকম ডটবিডি (www.ushop.com.bd) ঠিকানার ওয়েবসাইটটি। অপরদিকে ইসুফিয়ানার (িি.িবংঁভরধহধ.পড়স) ঈদ সম্ভারে শুধু প্রসাধনীর প্রাধান্য দেখা গেছে। প্রসাধনী ও সৌন্দর্য চর্চার নানা পণ্য আছে নতুন সাইট ওখানেই ডটকমে (www.okhanei. com)। সব মিলিয়ে ভালই জমে উঠেছে ই-কমার্স ভিত্তিক বেচাকেনা।