রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফেসবুকে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু

facebook_mark_zuckerberg-300x199_129036

এবার থেকে ফেসবুকের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ইউজাররা। শুক্রবার Internet.org’ নামক মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন মার্ক জুকারবার্গ। এই অ্যাপের সাহায্যে স্বাস্থ্য, চাকরি ও স্থানীয় নানা বিষয়ে মোবাইলে জানতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষের বিনামূল্যে প্রাথমিক ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকা উচিত্‍, স্বাস্থ্য, চাকরি ও যোগাযোগের মতো বেশ কিছু জরুরি সুবিধা নিয়ে আসা হয়েছে এই অ্যাপসে। আরও বেশি দেশে আমরা সুবিধা আনতে চলেছি ভবিষ্যতে।জানা গেছে, প্রথমে জাম্বিয়ার এয়ারটেল গ্রাহকদের ১.১৭ শতাংশ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর গাই রোসেন জানান, এখন বিশ্বের জনবসতির ৮৫ শতাংশ এলাকায় সেলুলায় টাওয়ার রয়েছে কিন্তু মাত্র ৩০ শতাংশ ইন্টারনেট ব্যবহারের সুবিধা পায়। এই অ্যাপের সাহায্য বিনামূল্যে প্রাথমিক সুবিধা দিয়ে আরও বেশি মানুষকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে চায় ফেসবুক। বেশ কয়েক বছর ধরেই এই অ্যাপ চালুর জন্য বিশ্বের মোবাইল অপারেটরের সঙ্গে ফেসবুক আলোচনা চালিয়েছে বলে জানান জুকারবার্গ।এ সুবিধার ফলে এখন আগের থেকে ৩০ লাখ বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করবেন বলে আশাবাদ জুকারবার্গের।