বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বিজ্ঞান-প্রযুক্তি

আইফোনের জন্য আবশ্যক ৫ অ্যাপস

বিজ্ঞান-প্রযুক্তি
আইফোনের জন্য অ্যাপলের অ্যাপ স্টোরে লাখ লাখ অ্যাপস রয়েছে। গত বছরের অক্টোবরে অ্যাপ স্টোরে ১০ লাখ অ্যাপস থাকার ঘোষণা দেয় অ্যাপল। যেখানে ২০০৮ সালের জুলাইয়ে যাত্রা শুরুর প্রাক্কালে মাত্র ৮০০ অ্যাপ ছিল।আর অ্যাপ স্টোরের বৃহৎ তালিকা থেকে ব্যবহারকারীর প্রয়োজনীয় অ্যাপসটি পেতে খানিক সময় লাগতে পারে। তাই এখানে আইফোন ব্যবহারকারীদের জন্য আবশ্যক ৫টি অ্যাপস নিয়ে আলোচনা করা হল।গুগল ম্যাপসআইফোনের জন্য এখনও পর্যন্ত সেরা ও বিনামূল্যের ম্যাপ অ্যাপ হল ‘গুগল ম্যাপস’। অ্যাটলাস ও জিপিএস থাকার কারণে ব্যবহারকারী যেখানেই থাকুন না কেন পথ হারানোর ভয় নেই বললেই চলে। অ্যাপটির মাধ্যমে ঠিকানা অনুযায়ী একটি জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসেই যাওয়া যায়। ব্যবহারকারী নিজে তার অবস্থান জানতে পারেন ও কোনো পথে হাঁটছেন তা তাৎক্ষণিকভাবে (রিয়েল টাইম) জানতে পারেন। তাই চলার পথের নিত্যসঙ্গী হতে পারে এই অ্যাপটি।স্নাপসিডআইফোনে ছবি সম্পাদনার (এড...