শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই বাজারে ঠকেই যাচ্ছে ক্রেতারা : ৭০০ টাকায় ৩০০ গ্রাম গরুর মাংস

নিজস্ব প্রতিনিধি : এমনিতেই দরিদ্র মানুষের সাধ্যের অনেক বাইরে গরুর মাংস কেনা। তার উপরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী তো নিচ্ছেই তার উপর মাপের মধ্যেই হাড্ডি আর খাবারের অনুপোযোগি মাংস ( ফেসকা ) ঢুকিয়ে ঠকিয়ে যাচ্ছে ক্রেতাদের। বৃহস্প্রতিবার ( ৯ মার্চ) মীরসরাই বাজার থেকে নতুন মাংস বিক্রেতা মামুন , মাসছুদ্দিন ও সিরাজ এর যৌথ দোকান থেকে মাংস ক্রয় করে রশিদুল হাসান। বাড়িতে নিয়ে মাংস খুলে পিচ করতে গিয়ে দেখে ৭০০ টাকাং ৯শ গ্রাম মাংসের মধ্যে অর্ধেক এর বেশী হাড্ডি। আবার বাজারে ফিরে এলে দোকানিরা হাড্ডি আর মাংস আলাদা করতে অস্বিকৃতি জানায়। মাংসের ন্যায্য মূল্য জানতে চাইলে তা ও জানাতে অস্বিকৃতি জানায়। অথচ বাজারে মাংসের ন্যায্য মূল্যই ৬৫০টাকা। সেখানে ৭০০ টাকায় ৯০০ গ্রাম। তার মধ্যে ৬০০ গ্রামই হাড্ডি। মাংস পেল মাত্র ৩০০ গ্রাম। এই বিষয়ে মীরসরাই বাজারের জনৈক ক্রেতা মো: ভাষানি বলেন আমরা মধ্যবিত্ত পরিবার তো এই বাজারের দ্রব্যমূল্য নিয়ে এমনিতেই আতংকে ভুগি। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে মনে করি বলে মন্থব্য করেন বাজারের একাধিক ক্রেতা।
মীরসরাই বাজারে এভাবেই চলছে মাংসের হাট। এই বিষয়ে মীরসরাই উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন শীঘ্রই এই বাজারের গরুর মাংসের ভোক্তা অধিকার নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।