রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই এডুকেশান সোসাইটি চট্টগ্রামের শিক্ষাবৃত্তি ও অভিষেক


নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই এডুকেশান সোসাইটি চট্টগ্রাম এর উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধাবৃত্তি, এতিম কোরআনে হাফেজ, স্কুল কলেজ মাদ্রাসার মেধাবি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ ও অভিষেক২২ইং অনুষ্ঠান শনিবার ( ২৯ অক্টোবর ) শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মির্জা জসিম উদ্দিন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: ঈসমাইল খান, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শাহ আলম নিপু, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, নিজামপুর কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, সাবেক কাষ্টমস কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান এফসিএ, অধ্যক্ষ নুরুল আবছার, বিশিষ্ট ব্যবসায়ী নুর উন নবী, প্রফেসর জসিম উদ্দিন, প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মাহবুব পলাশ, প্রফেসর শিমুল কান্তি ভৌমিক, প্রফেসর সাইফুল হক সিরাজী, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, বাবলু দে, আব্দুল মান্নান রানা, আজিজ আজহার, ইব্রাহিম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরান তিলাওয়াত প্রতিযোগিতা, আলোচনা ও সবশেষে মেধাবী শিক্ষাবৃত্তি ও দরিদ্র শিক্ষা অনুদান বিতরণ করা হয়।