মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতে ১৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি ঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে মীরসরাই উপজেলায় বারৈয়ারহাট বাজারের ১৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ২০মে (রবিবার) দুপুর ২টায় উপজেলার বারৈয়ারহাট বাজারে উক্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি কায়সার খসরু, প্রশাসনিক সহকারী মোহাম্মদ আলী ও জামাল মোস্তফা সহ প্রমুখ।

উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তার অধিকার আইন ২০০৯ এর অধিনে বারৈয়ারহাট বাজারের সুভাষ চন্দ্র সেন ষ্টোরকে ১৫০০টাকা, নিজাম উদ্দিন ষ্টোর ১০০০টাকা, মিজান ষ্টোর ১০০০টাকা, সমীর ষ্টোর ১০০০টাকা, কাইয়ুম ষ্টোর ৫০০০টাকা, ইমরান ষ্টোর ১০০০টাকা, বশির ব্রাদার্স (মূল্য তালিকা না থাকায়) ১০০০টাকা, হাসান ষ্টোর ৫০০০টাকা, নাজিম ষ্টোর (মুরগী ব্যবসায়ি) ৩০০০টাকা, জাসীম ষ্টোর (গরু মাংস ব্যবসায়ি) ৪৩ধারায় ৫০০০টাকা, ফারুক কুলিং কর্ণার ৩০০০টাকা, মো: মিয়া (ইফতারি ব্যবসায়ী) ৫০০০টাকা, মান্নান ষ্টোর ২৫০০টাকা। উল্লেখিত ১৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো জানান পুরো রমজান মাসে এভাবে সকল বাজারে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।