সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ের ওয়াহেদপুরে ট্রেনে কাটা পড়ে কিশোর রিয়াদের মৃত্যু

কামরুল হাসান :: মীরসরাইয়ের ওয়াহেদপুরে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান রিয়াদ (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মেহেদী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হকের ছেলে। বাবার সঙ্গে কৃষি কাজ করতো সে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেদী রেল লাইন পার হওয়ার সময় অসাবধানবশত চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মরদেহ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলওয়ে (জিআরপি) পুলিশ। ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাহ আলম বলেন, আজ সন্ধ্যার দিকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আমার গ্রামের এনামুল হকের ছেলে রিয়াদ মারা গেছে। ছেলেটা তার বাবাকে কৃষি কাজে সব সময় সহযোগিতা করতো। রেলওয়ে পুলিশ সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রিয়াদ নামে এক কিশোর মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে। আমরা আসার আগে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ছেলেটির মাথার পেছনের অংশ ও হাত থেঁতলে গেছে।