সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মিঠানালার গুণীজন হাফেজ মোঃ জাফর আহমদ ফারুকী (৭৬) আর নেই


ইব্রাহিম বাদশা :: মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমাতাবাদ এলাকার সন্তান অসংখ্য হাফেজ গড়ার কারিগর শিক্ষানুরাগী হাফেজ মোঃ জাফর আহমদ ফারুকী (৭৬) আর নেই । ৮ই আগস্ট, রবিবার সকাল ৯.৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম ডেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। উনি রহমতাবাদ ফারুকিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং বামনসুন্দর ফারুকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁকে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের লাশ ধোয়ানোর ঘরে শেষ গোসল দেয়া হয়। তিনি মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে, ১ স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার বিকাল ৫.৩০ মিনিটের সময় রহমতাবাদ ফারুকিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় জানাযায় মিঠানালা ইউনিয়ন চেয়ারম্যান এম.এ আবুল কাশেম, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আমিন ডিপটি ও মিঠানালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু নোমানসহ প্রায় আড়াই সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন। মরহুম মাওলানা হাফেজ জাফর আহমেদ ফারুকীর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করছেন।