বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়ারহাটে অস্ত্রের মুখে জিম্মী করে মালামাল লুট


নিজস্ব প্রতিনিধিঃ  বারইয়ারহাটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মী করে মালামাল লুট করেছে দর্বৃত্তরা। শুক্রবার (৪ মে) রাত ৯ টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোড়ের পাশে টু ষ্টার কমপ্লেক্সের ২য় তলায় এই ঘটনা ঘটে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভূক্তভোগী মোঃ সাইফুদ্দিন রানা জানান, আমি ও তৌহিদুল ইসলাম বারইয়ারহাটে টু ষ্টার কমপ্লেক্সের ২য় তলায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে রয়েছি। শুক্রবারয়েছে। রাতে আমাদের সাথে আরো দুই বন্ধু তাজ উদ্দিন ও নুরুল আবছার ছিলো। রাত আনুমানিক ৯টার সময় আবছার নাস্তা করার জন্য নিচে গেলে বাসার দরজা খোলা থাকে। এসময় দুইজন লোক বাসায় ঢুকে। কিছু বুঝে উঠার আগেই চাইনিজ কুড়াল ও একটি পিস্তল বের করে আমাদের জিম্মী করে ফেলে। এসময় তার আবছারের ব্যবহৃত একটি লেপটপ, আমাদের ৫টি মোবাইল সেট, নগদ দেড় হাজার টাকা ও মানিব্যাগ সহ মুল্যবান কাগজপত্র নিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ করে চলে যায়। আমরা বিষয়টি জোরারগঞ্জ থানায় অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি জানান, এই ধরনের একটি ঘটনা আমাকে জানানো হয়েছে। আমি তাদের থানার সহযোগীতা নেয়ার পরামর্শ দিয়েছি।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, মালামাল লুটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। রাতেও আমরা অভিযান পরিচালনা করেছি। ঘটনার সাথে কারা জড়িত সনাক্তের পাশপাশি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।