শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে গ্রেফতার আতঙ্কে এলাকাছাড়া বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক :

yy

গ্রেফতার আতঙ্কে এলাকাছাড়া বিএনপি-জামায়াত : মীরসরাইয়ে হরতালের সহিংসতার ঘটনায় দুই থানায় ৬ মামলা, আসামী ৬৪০

চট্টগ্রামের মীরসরাইয়ে হরতালের সহিংসতার ঘটনায় দায়েরকৃত ৪টি পৃথক মামলায় ৬৪০ জনকে আসামী করা হয়েছে।
হরতাল চলাকালীন সময়ে গত ৫ নভেম্বর মীরসরাই সদরে লাশবাহী এ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ি ভাংচুর করায় ১৮ দলীয় জোটের ৩১ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করে মীরসরাই থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (নং -৮) দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বাদী হয়ে এই মামলা করেন।
অপরদিকে একইদিন উপজেলার মিঠাছরা বাজারে দোকান ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামী করে মিরসরাই থানার থানার ৭৯ জনের এস আই (উপ-পরিদর্শক) ইসমাইল বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (নম্বর-৭) দায়ের করেন।
মীরসরাই সদর ও মিঠাছরা বাজারের ঘটনায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন মীরসরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান।
এছাড়া উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় হরতালকালীন সময়ে সংঘঠিত সহিংসতায় পুলিশের দায়ের করা ৪ মামলায় বিএনপি-জামায়াতের ৪০০জন নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়ে নিশ্চিত করেন জোরাগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) আলমগীর হোসেন।

Leave a Reply