নিজস্ব প্রতিনিধি :: মানুষ মানুষের জন্যই, স্বজন- বন্ধু, আপন পর যেই হোক একটি মানবিক প্রাণ বাঁচাতে সকলের সর্বাত্মক সহযোগিতা সত্যিই অসাধারণ মানবিক টিম যেন। এইটিমকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: ইসমাইল খাঁন।
বন্ধু নুর নবী নিজে সূচয়নকে সাথে নিয়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশানে গত ২৩ ও ২৪ জুলাই চিকিৎসকের সাথে অপারেশান প্রস্তুতির জন্য আলোচনা করে ডা: আব্দুল গফুর এর তত্বাবধানে প্রাথমিক নানান পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন। রোগির সার্বিক অবস্থান বিবেচনায় রেখে চিকিৎসকগনের ফলোআপ অনুযায়ি আগামী ১৬ /৮/২৩ ইং ভর্তির তারিখ দিয়েছেন।
অবশেষে ঘনিয়ে এসেছে সেই ভর্তির দিনক্ষন। ইতিমধ্যে সূচয়ন এর চিকিৎসা তহবিলে দক্ষিণ আমবাড়িয়া সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে জনাব ইকবাল কুরাইশী ও মোহাম্মদ জাফর ইকবাল ৬৪,২০০/- টাকা হস্তান্তর করিয়াছে। ধন্যবাদ দক্ষিণ আমবাড়িয়া সমাজকল্যাণ সমিতি কে এবং ইকবাল কুরাইশী সহ সকল শুভাকাঙ্ক্ষীকে। আবার কামরুল ইসলাম লায়ন্স মীরসরাই ও বন্ধুদের থেকে নেয়া ৩৪,২০০/- টাকা প্রদান করেছেন।
আবার অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় এর ৮৯ ব্যাচ এর নুর-উন-নবী । তিনি তাঁদের ব্যাচ থেকে সংগ্রহ করা অর্থ ও শীঘ্রই তহবিলে প্রদান করার কথা জানিয়েছেন।
আগামী ১৬ আগষ্ট রোগিকে ভর্তি করাতে ১৫ আগষ্ট চট্টগ্রাম থেকেজেনাব নুর নবী রোগিতে সাথে নিয়েঢোকার উদ্দেশ্যে রওনা হবেন ইনশাআল্লাহ।
সেখানে ও বন্ধু আতিকউল্লাহ, আনোয়ারুল আজিম সেন্টু সহ সকল বন্ধু তৈরি সময় দিতে। কখনো সঙ্গ দিতে পাশে দেখা গেছে বন্ধু রাসেল ও বাকিবিল্লাহ ও ।
ইতিমধ্যে চিকিৎসকদের সার্বিক ফলোআপ বিষয়ে পরামর্শ চাইলে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: ইসমাইল খাঁন এমন মানবিক উদ্যোক্তাদের তাঁর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানান প্রথমে।
এদিকে সূচয়নের ওপেন হার্ট সার্জারীর খরচের টাকা জোগাড়ে নেমেছিল বন্ধুরা। ইতিমধ্যে ৯৩ ব্যাচের প্রধান শিক্ষক জামশেদ আলম, আলমগীর চৌধুরী, ইখতেখার পাভেল, সাজ্বাদ হোসেন পিটু, নুরুল ইসলাম ইরান সহ অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। এছাড়া পৃথক ফান্ড সংগ্রহ করেছেন লায়ন্স ক্লাব অব মীরসরাই এর কামরুল আলম ও ফেরদৌসুল কবির মিশু, মাষ্টার হোসাইন সবুজ, কবি সাইফুদ্দিন মীর শাহিন ও মীরসরাই পৌর বাজার কমিটির প্রচার সম্পাদক নুর উদ্দিন এর পৃথক সংগ্রহ চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যতম সমন্বয়কারী আমবাড়িয়ার ইকবাল কোরাইশি ও প্রধান সমন্বয়কারী নুর নবীকে সহযোগিতা করছেন সার্বিকভাবে।
চিকিৎসকগন ইতিমধ্যে জানিয়েছেন সূচয়ন এর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬ লক্ষ টাকা। ইতিমধ্যে ৪ লক্ষ টাকা জোগাড় হয়েছে। আরো কিছু অর্থ এখনো ঘাটতি রয়েছে। সকল বন্ধুরা সূচয়ন এর স্বজন বা আপন- পর সকলের কাছেই মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছে। সূচয়ন এর জন্য মানবিক সহযোগিতা পাঠানোর বিকাশ নং ০১৭১২৭৪৫৫৪৪ ( পার্সেনাল)
Acc name: Md. Nur Nabi, Acc no.: 00 121 000 26155, South East Bank ltd,
Agrabad Branch. Routing no.: 205150139
ইতিমধ্যে সূচয়ন এর চিকিৎসার জন্য বন্ধুদের মধ্যে পাঠানো টাকা :
০১) শামসুদ্দোজা নয়ন ৫,১০০/-
০২) আব্দুর রহিম ১০,০০০/-
০৩) আতিক উল্লাহ ১০,০০০/-
০৪) নূরনবী ৫,০০০/-
০৫) মহসিন ৫,০০০/-
০৬) আবুল হাসেম লিটন ২০,০০০/-
০৭) হাসান উল্লাহ ৩,০০০/-
০৮) সুদর্শন রয় ১,০০০/-
০৯) ইকবাল বিদেশি বন্ধু ৫,০০০/- (টাকা পেয়েছি নুর ইসলাম ইরান এর কাছ থেকে)
১০) জাভেদ ৩,০০০/- (এই টাকাটা আমি পাই নাই সম্ভবত এই টাকাটা সাইফুদ্দিন মীর শাহিনের কাছে আছে)
১১) দিদারুল কবির শহীদ ৭৫,৩০০ (কানাডা প্রবাসী)
১২) মাহবুব পলাশ ৫,০০০/-
১৩) )জিয়া উদ্দিন ২,০০০/-
১৪) আনোয়ারুল করিম সেন্টু ১০,২০০/-
১৫) নাম না জানা ১,০০০/-
১৬) নুরুদ্দিন ২৭,৫০০/-( মীরসরাই পৌর বাজার থেকে সংগ্রহ করা)
১৭) নাজিম উদ্দিন ৫,০০০/- (আমেরিকা প্রবাসী
১৮) হারিস উদ্দিন ভূঁইয়া ৫,০০০/-
১৯) তামজিদা খাতুন ৫,০০০/-(বন্ধু তৈয়ব আলী আরিফের বোন দুবাই প্রবাসী)
২০) বন্ধু কাজল ৩,০০০/-
২১) ডক্টর আবুল কাশেম ২,০০০/
২২) নুরুল আবছার সেলিম ২৫০০/-
২৩) সাইফুদ্দিন (হেলেন ট্রেড) ১০,০০০/-
২৪) মীর শাহিন ( সংগহিত) ৫০০০/-
২৫) মোশাররফ হোসেন মামুন ৫০০০/-
২৬) দক্ষিন আমবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ ৬৪,২০০/-
২৭ ) আমির হোসেন ১০০০/-
——————————————————-
সর্বমোট ২,৯৫,৭০০/
৯৩ ব্যাচ হতে প্রাপ্ত চিকিৎসা তহবিলঃ
M Alamgir Chy………………. 2000
দি মিরসরাই লাইব্রেরী পাবেল… 1000
Jamshed Alam………………. 2000
Salahuddin Tareq……………1000
Rashed Khan Chowdhury..5000
আনজানা ডালিয়া………………3000
Popi Talukdar……………………500
Adv Shakawat Hossain Chy..5000
Jashim Uddin……………………1000
MD Shamim……………………..2000
Rafel Chowdhury………………1000
Jeba Nasrin………………………500
Sirajul Islam Sumon………….2000
আমেরিকা হতে
মেজবা ভূইয়া ভাই………….. 15000
আরিফুল হাসান……………… 5000
Zobeda Nur…..1000
Nandita Das…500
Rikta Datta…500
Mohammed Faridul Hassan Shaheen…2000
Nasir Uddin…1000
Kongkon Dey………2000
No Name……500
Fazlul Hoque….500
Ehc Shipon Chowdhury…1000
Motaleb……..1000
Ikbal Koraishi…….1000
Pitu..96………..1000
Sk………………..1000
Sharif Uddin…..1000
Faruk……….2000
সর্ব মোট…….৬২১০২ টাকা
আলহামদুলিল্লাহ আজ ৬০০০০/টাকা সুচয়নের চিকিৎসা তহবিলে জমা দিলাম। জানিয়েছেন প্রধান শিক্ষক মাষ্টার জামশেদ আলম
লায়ন্স ক্লাব অব মীরসরাই ::
১. লায়ন ফেরদৌস কবির মিশু – ৫০০০/-
২. লায়ন রাখাল চন্দ্র নাথ – ৫০০০/-
৩. লায়ন কামরুল আলম – ৩০০০/-
৪. লায়ন তাওসিফ ইমরাজ শিহান – ২০০০/-
৫. লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল – ৫০০০/-
৬. লায়ন মঈনউদ্দীন – ১০০০/-
৭. লায়ন সুদর্শন দাস – ২০০০/-
————————————————-
মোট :: ২৩,০০০/- সহ ৩০ হাজার টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন জনাব কামরুল। ইতিমধ্যে তাঁর সংগ্রহ ৩৪. ২০০/- বলে জানিয়েছেন।
মীরসরাই পৌরবাজার কমিটির নুর উদ্দিন এর কাছে আরো সংগ্রহ
ওমান প্রবাসী জয়নাল আবদীন ২০০০ টাকা
দুবাই প্রবাসী ভাই ১০০০ টাকা
নিউ সমমনা ডেকোরেশন অভি ৫০০ টাকা
মোঃ হাছান ৫০০ টাকা
মোঃ শহিদ ৫০০ টাকা
মোঃ লিটন ৫০০ টাকা
————————————————-
মোট :: ৫,০০০/-
মোট সংগ্রহ : ২,৯৫,৭০০/ + ৬০,০০০/- + ৩৪,২০০/- + ৫০০০/- = ৩,৯৫,৫০০/- ( তিন লক্ষ পঁচানব্বই হাজার নয় শত টাকা মাত্র)
অবশিষ্ট সকলকেই এর মধ্যে অপারেশান এর পূর্ব পর্যন্ত নিজ নিজ সংগ্রহ বা আর্থিক সহযোগিতা উল্লেখিত বিকাশ নং / একাউন্ট নাম্বারে প্রেরণ করার অনুরোধ করছি।
( উল্লেখ্য যে, মীরসরাই বাজারের পাইলট স্কুল মার্কেটের কম্পিউটার দোকানী ১২ নং খৈয়াছরা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের নাজীব উদ্দিন সূচয়ণ ( মীরসরাই পাইলট ও খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ) এর ওপেন হার্ট অপারেশান এর ঘোষনার পর অনেকেই এগিয়ে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে, সমন্বয় করছে বন্ধুরা )
দ্র: খবরিকা অনলাইন ও পেজে এর আপডেট ফলোআপ করা হবে।….