রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শান্তিনীড়ের শিক্ষা বৃত্তি পেলো ১৩৬ শিক্ষার্থী

ইব্রাহীম মাহমুদ ::
মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৩তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ ১৮ মার্চ (শুক্রবার) বিকালে মীরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মীরসরাই ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি ও সাহিত্যিক আবদুল কাইয়ুম নিজামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দীন, মীরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, নিজামপুর কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সদস্য অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মীরসরাই সমিতি ইউএই এর সাবেক সভাপতি মোঃ নরুল আলম, শান্তিনীড় উপদেষ্ঠা মির্জা জসীম উদ্দিন, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, কাউন্সিলর শাখের ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. আনোয়ার হোসেন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, অভিযান ক্লাবের সহ-সভাপতি শওকত হোসেন, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন, ঝংকার সংঘের সভাপতি হেদায়েত উল্লাহ চৌধুরী, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহমদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, অদম্য যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসাইন, হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম রয়েল, স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা, ২০০০ ব্যাচের এডমিন ছলিম উল্লাহ, নয়াদালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি আকবর হোসেন প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশের স্বাগত বক্তব্যের পর কৃতি শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী নাফিসা তাবাচ্ছুম।
এসময় ১৩ তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ১৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট, নগদ প্রাইজ বন্ড ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের প্রতি বছরের ধারাবাহিকতায় ২০১৯ সালে মোঃ ইয়াছিন শরীফ, ২০২০ সালে মোহাম্মদ আরিফ এবং ২০২১ সালে মোঃ আজিম উদ্দিনকে শ্রেষ্ঠ সংগঠক ক্রেস্ট প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন শান্তিনীড় সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শিক্ষা সম্পাদক মো. মনজুর হোসাইন, দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, কার্যনির্বাহি সদস্য শাহীনুল ইসলাম রুমেল, শান্তিনীড় সদস্য আবু বক্কর রিশাত, ইসমাঈল হোসেন খোকন, মোহাম্মদ আবু সাঈদ, ফাহাদ বিন মহিব, ইমাম হোসেন, সরোয়ার মাহবুব রাব্বী, শাখাওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ ডিসেম্বর এক যোগে বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন ও মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪টি কেন্দ্রে ১৩তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণীর ২৫০জন, ২য় শ্রেণীর ৩১৩জন, ৩য় শ্রেণীর ৩৯০জন, ৪র্থ শ্রেণীর ৪১৯জন, ৫ম শ্রেণীর ৩০৩জন, ৬ষ্ঠ শ্রেণীর ৪২৫জন, ৭ম শ্রেণীর ২৭২জন, ৮ম শ্রেণীর ১০৭জন, ৯ম শ্রেণীর ১৫৮জন এবং ১০ম শ্রেণীর ৮১জন সহ সর্বমোট ২৭১৮ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৩বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।