নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার মীরসরাই পৌর সদর বাজারে খোলা বাজারের অনুমোদনবিহীন নুডুলস ও ফল দোকানে অতিরিক্ত মূল্যের দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলার সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি জানান রবিবার ( ৩১ মার্চ) সকালে উক্ত ভ্রাম্যমান আদালতকালে মীরসরাই বাজারে অনুমোদনহীন নুডুলস বিক্রয় ও আঙুরের দাম বেশি রাখার অপরাধে ২ টি পৃথক মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ জন ব্যক্তিকে ১৫০০ টাকা অর্থদন্ড, এবং পরবর্তীতে পদুয়া নামক স্থানে অনুমোদনহীন ভাবে সরিষার তেল বিক্রয়ের অপরাধে অভিযুক্ত ব্যক্তি কে বি এস টি আই আইন ২০১৮ অনুযায়ী ২৫০০০(পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্ত মাহফুজুর রহমান ও মীরসরাই থানা পুলিশ টিম।