মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি ::
‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ মীরসরাই উপজেলার প্রাচীণতম বিদ্যাপীঠ আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্প্রতিবার ( ৩০ জানুয়ারী) দিনব্যাপী অনুষ্ঠিত হয় তারুণ্য উৎসব। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নজিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রেজাউল করিম বাদল, শিক্ষানুরাগী জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক মাহবুব পলাশ। মাষ্টার জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উক্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বৃন্দা রাণী বণিক, সাইফুল ইসলাম, স্বপন চক্রবর্তি, ফারুক হোসেন, জিয়াউর রহমান প্রমুখ। আলোচনায় অতিথিবৃন্দ উপজেলায় নারী শিক্ষায় অবদানের প্রাচীণতম এই বিদ্যালয়ের বিভিন্নমুখি ভূমিকা ও আজকের সময়ে এই বিদ্যালয়ের গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের আয়োজনে পিঠাপুলি, ফুল, হস্তশিল্প, ফল- ফুলের সমন্বয়ে সহ নানান বাহারী গ্রামীণ মেলার ষ্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সবশেষে বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
