রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দুর্গাপুর ন.চ উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচ পরিষদ গঠিত :: সাহাবউদ্দিন চৌধুরী আহ্বায়ক, ইলিয়াছ সচিব


নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার অন্যতম শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর ন.চ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রম উক্ত পরিষদের উপদেষ্ঠা মনোনিত হয়েছেন এএনএম মোরশেদ খান, মনোনিত আহবায়ক সাহাবউদ্দিন চৌধুরী। মনোনিত যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মিশু ও মাহবুবুর রহমান পলাশ। সদস্য সচিব মো: ইলিয়াছ। সদস্যগন যথাক্রমে মাহে আলম খসরু, সুদীপ দেব, রেজাউল করিম , মো: ফরিদ, আলপনা চক্রবর্তি ও শিরিন আক্তার মুন্নী ।


উক্ত পরিষদকে স্বাগত জানিয়েছেন মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবী সংস্থার আহ্বায়ক ডা: আনোয়ার হোসেন, দুর্গাপুর নচ উচ্চ বিদ্যালয় প্রাক্ত ছাত্রছাত্রী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন ও সাধারন সম্পাদক আবুল কালাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।