Sunday, January 19Welcome khabarica24 Online

চট্টগ্রাম উত্তর জেলায় স্বেচ্ছাসেবক লীগের কয়েকটি শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা


নিজস্ব প্রতিনিধি ॥  চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত সভাপতি এরাদুল হক ভূট্টো ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার সাথে যোগাযোগ না করে এবং সম্মেলন ব্যতিরেকে ইতিমধ্যে যেসব এলাকায় স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে উল্লেখিত উক্ত শাখা সমূহের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে ইতিমধ্যে ফটিকছড়ি পৌরসভা এবং মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন, ৪নং ধূম ও ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন সহ যেসব এলাকায় সম্মেলনবিহীন স্বেচ্ছাসেবকলীগের কমিটি করা হয়েছে  উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে। উক্ত নির্দেশনা সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন ইফনিটকে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।