Saturday, January 25Welcome khabarica24 Online

খবরিকার ইফতার ও সংক্ষিপ্ত বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি :: সফল ও সুন্দর ভাবে সম্পন্ন হলো পাক্ষিক খবরিকার উদ্যোগে ইফতার মাহফিল ও ২৩ বছর পূর্তির সংক্ষিপ্ত অনুষ্ঠান। পবিত্র রমজান সহ নানান সীমাবদ্ধতার কারনে খুবই সংক্ষিপ্ত পরিসরের উক্ত অনুষ্ঠানে খবরিকা পরিবারের সাথে সম্পৃক্ত অনেক সুহৃদগনকে ও আমন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই বিনয়ের সহিত মার্জনা প্রার্থী। ১৪ এপ্রিল২৩ইং, ১বৈশাখের দিনের সংক্ষিপ্ত পরিসরের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলিম তুহিন, খবরিকা সম্পাদক মাহবুব পলাশ, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাস, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, লেখক প্রফেসর আবুল মনছুর, খবরিকা সম্পাদকের সহধর্মিনী তাছলিমা চৌধুরী সুরভী, কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী তাছনিম মা

হবুব তানহা, সীতাকুন্ডের সিনিয়র সাংবাদিক নির্দেশ বড়ুয়া, আবুল খায়ের, মীরসরাইয়ের সাংবাদিক বৃন্দ যথাক্রমে রাজিব মজুমদার, রাজু কুমার দে, বাবলু দে, রণজিত ধর, কামরুল ইসলাম, কামরুল হাসান, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসাইন, কমল পাটোয়ারী, জুয়েল নাগ, রিপন গোপ পিন্টু, সানোয়ার ইসলাম রনি, জিয়াউর রহমান জিতু, এমদাদুল হক ভূঞা, প্রতাপ বনিক রানা, রূপায়ন কর, মীর হোসেন, ইব্রাহিম মাহমুদ, রশিদুল হাসান, সবুজ মিয়া ও তাকিবুর রহমান ।

ইফতারের সময় দোয়া মোনাজাত করেন সাংবাদিক নাছির উদ্দিন, ইফতার পরবর্তিতে খবরিকার ২৩ বছর পূর্তি কেক কাটেন খবরিকা সম্পাদক মন্ডলি পরিবার। এসময় সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ আব্দুল আলিম তুহিন, মাহবুব পলাশ ও বাবু রণজিত ধর ।