Sunday, January 19Welcome khabarica24 Online

কবিতা আর গানে আরশীনগরে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি :
কবি আসাদ চৌধুরীর কবিতা নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে’ আবৃত্তি দিয়ে শুরু হওয়া কবিতা আর গানে মীরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্কের বাউল মঞ্চে অনুষ্ঠিত হলো শীতকালীন কবিতা উৎসব।
বাচিক শিল্পী জারিন সুবহার কন্ঠে ’ রবীন্দ্রনাথের আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর’ । বাচিক শিল্পী শিমলা চৌধুরীর কন্ঠে রবীন্দ্রনাথের ’ আমারই চেুনার মূলে পান্না হলো সবুজ, চুনী উঠলো রাঙ্গা হয়ে’, খালেছা খানম এর স্বরচিত ’ ভালবাসার সিন্ধু তুমি’ আবৃত্তি শুনতেই উপস্থিত দর্শক শ্রোতা বিমুগ্ধতায় আনমনে হয়ে গিয়েছিল যেন।

যুগান্তর স্বজন সমাবেশ ও খবরিকার যৌথ উদ্যোগে শনিবার ( ১১ জানুয়ারী) দিনব্যাপী আয়োজিত উক্ত শীতকালীন কবিতা উৎসব কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে এবং সাংবাদিক নাছির উদ্দিন ও সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর। বিশেষ কবি অতিথি হিসেবে কবিতা আবৃত্তি করেন কবি শুক্কুর চৌধুরী, আলমগীর হোসেন, কবি ও বাচিক শিল্পী শিমলা চৌধুরী, কবি খালেছা খানম, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত বাচিক শিল্পী জারিন সুবাহ, কবি শাহাদাত হোসেন লিটন, শিল্পী প্রফেসর আক্তারুজ্বামান, কবি মোহাম্মদ মুসা, কবি ও শিক্ষক হোছাইন সবুজ, কবি সুবর্ণা চক্রবর্তী। এছাড়া আরো কবিতা আবৃত্তি করে হারাধন চক্রবর্তী, যেবা সামিহা, ইসরাত জাহান, ফারহা, আলিফা, ইউসরা, রশিদুল হাসান, তাকিবুর রহমান ও তানজিলা তানজু। অনুষ্ঠানে বাউল, ফোক ও দেশের গান পরিবেশন করেন বাউল শিল্পী সুজন বাউলা, রনজিত ধর, আক্তারুজ্জামান, জিয়াউর রহমান জিতু ও নিপা মজুমদার ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবিবৃন্দ যথাক্রমে নাছির উদ্দিন ভূঞা, আবুল খায়ের, শরিফ উদ্দিন শিবলু, ডা. সালাহ উদ্দিন, আব্দুল্ মান্নান রানা, মামুন নজরুল, জাবেদ হোসাইন, রিপন গোপ পিন্টু, তছলিম হোসেন, নিমাই দাস, নীলাম্বরী মজুমদার, ডা: তাছনিম মাহবুব তানহা, কবি তাছলিমা চৌধুরী সুরভী, পার্কের পরিচালক জামাল উদ্দিন ও মিসেস জামাল প্রমুখ। সবশেষে অনুষ্ঠানে সেরা কবি সম্মাননা, যুগল সম্মাননা ও সকালের খেলাধুলা পর্বের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আলহাজ¦ মহসিন আলীকে সভাপতি ও সানোয়ার ইসলাম রনিকে সাধারন সম্পাদক করে যুগান্তর স্বজন সমাবেশ এর মীরসরাই উপজেলা শাখার নতুন কমিটি এর ঘোষনা দেন সাবেক সাধারন সম্পাদক রিপন গোপ পিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ তুহিন বলেন কবি ও শিল্পী সমাজ হলো সমাজের দর্পন। দেশ প্রকৃতি ও প্রেমের অনন্য সমস্বয় এই সুশীল সমাজ স্রষ্ঠার এক ভিন্নরকম উপহার। আজকের এই পৃথিবীর সকল সুন্দরকে রক্ষনশীল রাখতে কবি ও কবিতার বিকাশে সবাইকে সম্প্রীতির বন্ধনে থেকে পৃথিবীর কল্যানে অবদান রাখার আহ্বান জানান তিনি। প্রধান আলোচক অপকার প্রতিষ্ঠাতা জনাব আলমগীর বলেন মীরসরাই এর মতো গ্রামীণ জনপদে যুগান্তর স্বজন ও খবরিকা যে শিল্প সাহিত্য চর্চা করে যাচ্ছে আমাদের সকলের সহযোগিতায় সেই আলো জ¦ালিয়ে রাখা উচিত, এতে সুন্দর সমাজ সৃষ্টিতে সকলের জন্য সুদিন বয়ে আনবে একদিন অবশ্যই।