মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইছাখালীতে নিভৃতে বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন মেজবাহ উল আলম

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলায় ৬ নং ইছাখালী ইউনিয়নের প্রকৃত নিভৃতচারি সমাজকর্মী মেজবাহ উল আলম। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাহ নিজ উদ্যোগে করোনার আতঙ্কে কর্মবিরত দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, ও দুস্থদের গত এক সপ্তাহ ধরে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন জরুরী চাল, ডাল, তেল সহ মানবিক সামগ্রী। কখনো রাতের অন্ধকারে ঘরের দরজায় রেখে এসে ফোনে জানাচ্ছেন। আবার কখনো নীরবে অন্য কারো অজান্তে পৌছে দিচ্ছেন অনেকে ঘরে খাবার । গত (৭এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত ও ৬ নং ইছাখালী ইউনিয়নের অনাহারে থাকা মানুষগুলোর বাড়িতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে মোট ২০০ টি পরিবারে চাল, ডাল, পিয়াজ তেল ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী নিজের হাতেই সবার ঘরে ঘরে পৌঁছে দেন তিনি। গত এক সপ্তাহে এভাবে কয়েক হাজার দরিদ্র পরিবারের বাড়ি পৌছে দিয়েছেন জরুরী খাবার সামগ্রী।
আবার গত মঙ্গলবার ( ৭এপ্রিল ) সকালে সাহেবদিনগর ছৈয়দুল স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে কিছু পরিবারকে প্রদানকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৩নং ওয়ার্ড এর ইউ পি সদস্য এমদাদ হোসেন, ৬ নং ইছাখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ারুল আলম মোর্শেদ, মোঃ জাফর। নিজাম চৌধুরী, মোঃ আলাউদ্দিন ও আরিফ সহ প্রমুখ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।