সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরশিনগর থেকে করোনা নমুনা সংগ্রহ : লকডাউন

নিজস্ব প্রতিনিধি ::  মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকা থেকে সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহ করেছে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা । এখনো পরীক্ষা রিপোর্ট জানা যায়নি বলে জানান তিনি।
মীরসরাই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান উপজেলার সোনাপাহাড়স্থ আরশীনগর পার্কের এক কর্মচারীর কাছ থেকে সন্দেহজনক করোনা রোগীর আশংকায় নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাট পাঠানো হয়েছে। উক্ত নমুনা সংগ্রহকালে আরশীনগর পার্ক এলাকাকে লকডাউন করার নির্দেশনা দিয়ে এসেছেন বলে জানান তিনি। ডাঃ মিজান আরো বলেন ইতিপূর্বে আরো ৩ জনের নমুনা চট্টগ্রাম প্রেরণ করা হয়েছিল, সেগুলো নেগেটিভ এসেছে। বৃহস্প্রতিবার ( ৯ এপ্রিল) এই নমুনাটি প্রেরণ করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার বিকেল পর্যন্ত এখনো এর কোন ফলাফল তিনি পান নি।
আবার আরশিনগর এলাকাকে লকডাউন নিশিচত করা হয়েছে কিনা জানতে চাইলে উক্ত পার্ক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাছির উদ্দিন দিদার জানান উক্ত ব্যক্তি পার্কের ভেতরে বসবাস করে না। পাশ্ববর্তি বাড়িতে বসবাস করে। তবু ও পার্ক সহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে। পরীক্ষা রিপোর্ট আসা পর্যন্ত শতভাগ লকডাউন কার্যকর হবে।