শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বারইয়াহাটে ফজলুল করিম লিটনের পৃষ্টপোষকতায় কেরানী বাড়ি পাঠাগারের মানবিক কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতিক সময়ে পুরা পৃথিবীর মত সারা বাংলাদেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ মানুষ কর্মহীন ও গৃহবন্ধী হয়ে পড়েছে ঠিক তখনি কেরানীবাড়ী পাঠাগারের উদ্যোগে পাঠাগারের সন্মানিত উপদেষ্টা চেয়ারম্যান জনাব মো: ফজলুল করিম (লিটন) ভাই এর সার্বিক সহযোগীতায় হৃত দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে রমযানের ‘মাগফেরাত’ প্রোগ্রামের আওতায় অন্তত কয়েকটা দিন পেট ভরে খাওয়ার জন্য সামান্য উপহার স্বরুপ মানুষের দরজায় পৌছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় করোনা প্রাদুর্ভাব এর প্রথম পর্যায় থেকে উক্ত কার্যক্রম শুরু করে এ পর্যন্ত প্রায় ১৫০০ পরিবারে উপহার পৌছে দিয়েছেন তিনি। এরই মধ্যে রমজান উপলক্ষে ৩ মে রবিবার দ্বিতীয় দফায় ‘মাগফেরাত’ প্রোগ্রামের আওতায় ৫০০ পরিবাররে কাছে পৌছে দেয়া হয়েছে উপহার সামগ্রী।
উক্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এই কার্য্যক্রম সচল রেখেছেন পাঠাগারের সভাপতি মোস্তফা সাইফুল আলম শাহিন, পৃষ্ঠপোষক মো: দিদারুল করিম সিপন, পৃষ্ঠপোষক মো: নাজমুল করিম (রাসেল) ও সম্মানিত উপদেষ্টা মো: আবু তাহের। স্বেচ্ছাশ্রম দিয়ে আমাদের এই কার্যক্রম এ সহযোগীতা করেছেন কেরানীবাড়ী পাঠাগারের প্রতিটি সদস্যবৃন্দ। সর্বোপরী ফজলুল করিম লিটন বলেন এমন মানবিক কাজ করতে পেরে আমি ও আনন্দিত। অন্তঃত সর্বোত্তম কাজ মানবসেবার মতো কাজে থাকার আনন্দ সত্যিই অনন্য ভাললাগা।