শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সাদা মনের মানুষ ড. ছায়া গুহ : দোয়া/ আশীর্বাদ কামনা

নিজস্ব প্রতিনিধি : ভারতের ঝাড়খন্ডের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যসেবক ও রবীন্দ্র গবেষক ড. ছায়া গুহ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে পশ্চিবঙ্গের দুর্গাপুরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধিন। তিনি খবরিকার গত ২০ বছর পূর্তি অনুষ্ঠানে ‌’ সাদা মনের মানুষ’ হিসেবে সংবর্ধিত হয়েছেন। গত ৬ সেপ্টেম্বর তিনি শান্তিনিকেতন এ একটি অনুষ্ঠানে অংশগ্রহনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতঃপর তাঁকে শান্তিনিকেতন নিকটবর্তি দুর্গাপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়। ৯ সেপ্টেম্বর পর্যন্ত গত তিনদিন ধরেই তিনি আইসিউতে আছেন। চিকিৎসকগন জানিয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষনেই তিনি। তবে তাঁর ছাত্রী ড. মৌ ভট্রাচার্য জানান শীঘ্রই তাঁর শরীরের উন্নতি ও আশা করছেন চিকিৎসকদল। তিনি গত দুবছরই খবরিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেন। তিনি সেখানে বাংলা ভাষায় ‌’শ্যামলিমা’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদক। তিনি ঝাড়খন্ডের দুমকাস্থ এসকেএম বিশ্ববিদ্যালয়ে অনেক বছর ধরে বাংলা বিভাগের প্রধান ছিলেন। রবীন্দ্র গবেষনায় তাঁর অনেক গ্রস্থ প্রকাশিত হয়েছে। এই গুণী লেখক গবেষক ও কবির আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে স্রষ্ঠার কাছে প্রার্থনা করেন পাক্ষিক খবরিকা পরিবার সহ ঢাকা চট্টগ্রাম ও মীরসরাই এর বিভিন্ন কবি লেখকগন।