বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে
নিজস্ব প্রতিনিধি
৭২ ঘন্টার হরতাল ঘোষনার পর থেকে গ্রেপ্তার অভিযানে নেমেছে পুলিশ। ইতোমধ্যে দলের তিন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকেও আটক করা হয়। এ ঘটনার পর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাআত্মগোপনে । আত্মগোপনে চলে গেছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও।
শীর্ষ নেতাদের আটক এবং নেতাদের বাসায় তল্লাশি চালানো হতে পারে এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আত্মগোপনে চলে যান দলের শীর্ষ নেতারা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সন্দেহভাজনদের তল্লাশী অব্যাহত আছে। দু’টি কার্যালয়েরই আশেপাশে সাদা পোশাকের পুলিশও স...