
আ.লীগ ঘুমিয়ে স্বপ্ন দেখেনা, জেগে স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করে -গণপূর্তমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি ॥
আওয়ামীলীগ ক্ষমতায় এলে দারিদ্রতা দূরীভূত করে উন্নত দেশে রুপান্তরিত হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত দেশ গড়তে হলে নৌকার বিকল্প নেই। বেকারত্ব দুর করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে দেশ উন্নয়নের মহাসড়কের রুপান্তরিত হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা প্রতীকে ভোট দিন। রবিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ হাইস্কুল মাঠে বিজয় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবার ক্ষমতায় না আনলে দেশ চরম সংকটে আবর্তিত হবে। উন্নয়নের কান্ডারী আওয়ামীলীগ ঘুমিয়ে স্বপ্ন দেখে না জেগে স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করে। অনুষ্ঠানে জোরারগঞ্জ আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন ও বারইয়ারহাট পৌরমেয়র নিজাম উদ্দিন (ভিপি)র যৌথ স...