শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরানোর অনুরোধ

03_flag_fifa+world+cup_300514_0006_11033

বিশ্বকাপ খেলা উপলক্ষে যশোরে ভবনসহ বিভিন্ন স্থানে টাঙানো বিদেশি পতাকা ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেন। সোমবার এ ধরনের একটি পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪) অনুযায়ী এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না। কিন্তু বিশ্বকাপ ফুলবল খেলা উপলক্ষে জেলার বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। এজন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিদেশি পতাকা সরিয়ে নিতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।