রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত:: গান গেয়ে মুগ্ধ করলেন ভূপেনা হাজারিকার সহচর তুষার দে


নিজস্ব প্রতিনিধি:: মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় খবরিকার উদ্যোগে শুক্রবার ( ১৭ জুন ) বিকাল ৩ টা থেকে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে মুগ্ধ করলেন ভারত থেকে আগত কিংবদন্তীর কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার সহচর তুষার দে। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান। তিনি নিজ হাতে সংবর্ধিত করেন ভারত থেকে আগত অতিথীশিল্পী তুষার দে ও মীরসরাইয়ে নজরুল অনুবাদ এবং নজরুল গবেষনায় বিশেষ অবদানের জন্য নুর আল আলম কে। তুষার দে এর কন্ঠে ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ দিয়ে শুরু করে কয়েকটি নজরুলগীতি। সবশেষে তিনি মুগ্ধ করেন ভুপেন হাজারিকার ‘ মানুষ মানুষের জন্য’, গঙ্গা আমার মা’, বিস্তীর্ণ দুপারে’ , শরৎ বাবুর খোলা চিঠি’ সহ আরো কিছু গান। গানে সুরের মুর্ছনায় এ যেন ভিন্নমাত্রার আবহে ঢুবে গেছে সবাই কিছুক্ষনের জন্য। অনুষ্ঠানের শুরুতে রনজিত ধরের কন্ঠে শুরু হয় রবীন্দ্র সংগীত ‘ও আমার দেশের মাটি’ দিয়ে শুরু হয়। এরপর গেয়ে শোনান নজরুল গীতি ‘ যারে হাত দিয়ে মালা দিতে পার নাই’। কামরান মেহেদী শোনায় রবীন্দ্র সংগীত ‘ আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে। এছাড়া অনন্য নীলিম দে এর কন্ঠে ‘ আমার পরান যাহা চায়’, তন্দ্রা দাস গায় মোর ভাবনারে কি হাওয়ায়’, নীপা মজুমদার শোনায় ওরে গৃহবাসিনী’, তনুশ্রী মন্ডল সুজন শোনায় তুমি নির্মল করো। নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করে শোনায় কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। এরিকা চৌধুরী শোনায় রবীন্দ্রনাথের ১৪০০ সাল। পুশকিন চৌধুরী পরিবেশন করে রবীন্দ্রনাথের কৃষ্ণকলি, চন্দনা চক্রবর্তি আবৃত্তি করে রবীন্দ্রনাথের অনন্ত প্রেম, ঔচিত্র অদ্রি দে আবৃত্তি করে নজরুলের ‘ চল চল চল’। মাহবুব পলাশের সভাপতিত্বে, তাছনিম মাহবুব তানহা ও নাজমুন ফারহা এর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, প্রফেসর মনছুর ভূঞা, মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাছির উদ্দিন, সাংবাদিক রাজিব মজুমদার, ইকবাল হোসেন, সানোয়ার ইসলাম রনি, জাবেদ হোসাইন, আব্দুল মান্নান রানা, রবি করিম, এমদাদুল হক ভূঞা, ইব্রাহিম মাহমুদ, তাছলিমা চৌধুরী সুরভী, রাজিব দে প্রমুখ।