সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান :: পারভীন লিয়া

অফুরন্ত পাত্র থেকে ঢেলে-
দিয়েছে অন্ধকার,
জ্বলন্ত এক প্রতিভাকে আঘাত
করেছে মরত্বের ভাড়,
ইতিহাসের পাতায় পাতায়-
লেখা হয়েছে তারই নাম,
লাল সবুজের পতাকা জুড়ে-
স্বাধীনতা মৃত্যু দিয়েছে তারই দাম,,
সে যে আমার জাতির পিতা-
শেখ মুজিবুর রহমান।।

বিদীর্ণ এই আত্মার মাঝে-
করো অবিরাম চলাফেরা,,
ভুলিনি তোমায় ভুলবো না আর-
মন যে ভারি কষ্টে ভরা,
নিষ্ঠুরতার রক্তের স্রোতে-
ভাসিয়ে দিয়েছে যারা,
আমরা তাদের ঘৃণা ছুঁড়ি-
পঁচে মরুক তারা,,
নির্বিশেষে বিলিয়ে দিয়েছে-
দেশের জন্য শুদ্ধ প্রাণ,,
সে যে আমার প্রিয় নেতা-
শেখ মুজিবুর রহমান । ।

শ্রদ্ধা ভরে রেখেছি তারে-
লক্ষ কোটি মানব মনে,
দেশের জন্য প্রাণ দিয়েছে-
দেশটা বাঁচে তারই ঋণে,
বাবার মুখে শুনেছি তার-
যুদ্ধ জয় গান,
সে যে আমার প্রাণের নেতা-
শেখ মুজিবুর রহমান।